আইউব 16:8-14 BACIB

8 তুমি আমাকে ধরেছ, আর তা-ই আমার প্রতিকূলে সাক্ষ্য দিচ্ছে;আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠছে;আমার মুখের উপরে প্রমাণ দিচ্ছে।

9 সে ক্রোধে আমাকে বিদীর্ণ ও আমাকে তাড়না করেছে,সে আমার প্রতি দন্ত ঘর্ষণ করেছে,আমার বিপক্ষে আমার বিরুদ্ধে চোখ রক্তবর্ণ করে।

10 লোকে আমার বিরুদ্ধে মুখ খুলে হা করে,ধিক্কারপূর্বক আমার গালে চপেটাঘাত করে,তারা আমার বিরুদ্ধে সমাগত হয়।

11 আল্লাহ্‌ আমাকে অন্যায়কারীর কাছে তুলে দেন,আমাকে দুষ্টদের হাতে ফেলে দেন।

12 আমি শান্তিতে ছিলাম, তিনি আমাকে ভেঙেছেন,ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন,আমাকে তাঁর লক্ষ্য হিসেবে স্থাপন করেছেন।

13 তাঁর তীরন্দাজেরা আমাকে বেষ্টন করে,তিনি আমার যকৃৎ বিদীর্ণ করেন, করুণা করেন না,তিনি মাটিতে আমার পিত্ত ঢালেন।

14 তিনি বারবার আমাকে ভেঙ্গে ফেলেন,তিনি বীরের মত আমার বিরুদ্ধে দৌড়ে আসেন।