10 কিন্তু তোমরা সকলে এখন ফিরে এসো,তোমাদের মধ্যে কাউকেও জ্ঞানবান দেখি না।
11 আমার আয়ু গত, আমার অভিপ্রায় সকল ভেঙ্গে গেছে,আমার সমস্ত মনোবাসনা ভেঙ্গে গেছে।
12 এরা রাতকে দিন করে,আলোকে অন্ধকারের নিকটস্থ বলে।
13 যদি আমার ঘর বলে পাতালের অপেক্ষা করি,যদি অন্ধকারে আমার বিছানা পেতে থাকি,
14 যদি ক্ষয়কে বলে থাকি, তুমি আমার পিতা,কীটকে বলে থাকি, তুমি আমার মা ও বোন;
15 তবে আমার আশা কোথায়?আর আমার আশা কে দেখতে পাবে?
16 তা কি পাতালের অর্গল পর্যন্ত নেমে যাবে?আমার সঙ্গে তা কি ধুলায় মিশে যাবে না?