4 তুমি কি এই কথা জান না যে, কালের আরম্ভ থেকে,দুনিয়াতে মানুষের স্থাপনের সময় থেকে,
5 দুষ্টদের আনন্দগান ক্ষণকাল মাত্র স্থায়ী,আল্লাহ্বিহীন লোকদের হর্ষ নিমেষকাল মাত্র স্থায়ী?
6 তার মহত্ব যদি আসমান পর্যন্ত উঠে,তার মাথা যদি মেঘ স্পর্শ করে,
7 তবুও সে তার বিষ্ঠার মত চিরতরে বিনষ্ট হবে;যারা তাকে দেখতো, তারা বলবে, সে কোথায়?সে স্বপ্নের মতই মিলিয়ে যাবে, নিরুদ্দেশ হবে;
8 সে রাত্রিকালীন দর্শনের মত দূরীকৃত হবে।
9 যে চোখ তাকে দেখতো, তা আর দেখবে না,তার বাসস্থান আর তাকে দেখবে না।
10 তার সন্তানেরা দরিদ্রদের কাছে দয়া চাইবে,তার হাত তার সম্পত্তি ফিরিয়ে দেবে।