21 আরজ করি, আল্লাহ্র সঙ্গে পরিচিত হও, শান্তি পাবে;তা হলে মঙ্গল তোমাদের কাছে আসবে।
22 তাঁর মুখ থেকে ব্যবস্থা গ্রহণ কর,তাঁর কালাম হৃদয়ের মধ্যে রাখ।
23 সর্বশক্তিমানের প্রতি ফিরলে তুমি সংগঠিত হবে,তোমার নিবাস থেকে অন্যায় দূর কর।
24 যদি ধুলার মধ্যে তোমার সোনা ফেলে দাও,স্রোতের মধ্যে তোমার ওফীরের সোনা ফেলে দাও;
25 তবে সর্বশক্তিমানই তোমাদের সোনা হবেন,তোমার উজ্জ্বল রূপাস্বরূপ হবেন।
26 তখন তুমি সর্বশক্তিমানে আনন্দ করবে,আল্লাহ্র প্রতি মুখ তুলতে পারবে;
27 তাঁর কাছে ফরিয়াদ করবে,তিনি তোমার কথা শুনবেন,তুমি তোমার সমস্ত মানত পূর্ণ করবে।