আইউব 23:5-11 BACIB

5 তিনি কি কি কথায় উত্তর দেবেন, তা জানবো,তিনি আমাকে কি বলবেন, তা বুঝবো।

6 তিনি কি তাঁর মহাপরাক্রমে আমার সঙ্গেউত্তর প্রত্যুত্তর করবেন?না, তিনি আমার প্রতি মনোযোগ দেবেন।

7 সেখানে সরল লোক তার সঙ্গে বিচার করতে পারে,এবং আমি আমার বিচারকর্তা থেকে চিরতরে উদ্ধার পেতে পারি।

8 দেখ, আমি অগ্রসর হই, কিন্তু তিনি সেখানে নেই,পিছনের দিকে যাই, তাঁকে দেখতে পাই না;

9 বামদিকে যাই, যখন তিনি কাজ করেন,কিন্তু তাঁর দর্শন পাই না;তিনি ডান দিকে নিজেকে গোপন করেন,আমি তাঁকে দেখতে পাই না।

10 অথচ আমি কোন্‌ পথে যাই তিনি তা জানেন,তিনি আমার পরীক্ষা করলে আমি সোনার মতই উত্তীর্ণ হবো।

11 আমার পা তাঁর পায়ের চিহ্ন ধরে চলেছে,তাঁর পথে রয়েছি, বিপথগামী হই নি।