7 তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন,অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,
8 তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্কে রাখেন,তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না।
9 তিনি পূর্ণচন্দ্রের মুখ আচ্ছাদন করেন,নিজের মেঘ দ্বারা তা আবৃত করেন।
10 তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখেছেন,অন্ধকার ও আলোর মধ্যবর্তী সীমা পর্যন্ত।
11 আসমানের সমস্ত স্তম্ভ কেঁপে ওঠে,তাঁর ভর্ৎসনায় চমকে উঠে।
12 তিনি নিজের পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন,নিজের বুদ্ধিতে রাহবকে আঘাত করেন।
13 তাঁর শ্বাসে আসমান পরিষ্কার হয়;তাঁরই হাত পলায়মান নাগকে বিদ্ধ করেছে।