16 সে যদিও ধূলিকণার মত রূপা সঞ্চয় করে,যদিও কাদার মত পরিচ্ছদ প্রস্তুত করে,
17 তবু প্রস্তুত করলেও ধার্মিক সেই কাপড়-চোপড় পরবে,নির্দোষ সেই রূপা ভাগ করে নেবে।
18 তার নির্মিত বাড়ি কীটের বাসার মত,তা আঙ্গুর-ক্ষেতের পাহারা ঘরের মত।
19 সে শেষবারের মত ধনী হয়ে শয়ন করে,কিন্তু সে চোখ খুলে দেখে, তার ধন আর নেই।
20 জলরাশির মত ত্রাস তাকে আক্রমণ করবে;রাতে তাকে ঝড়ে উড়িয়ে নেবে।
21 পূর্বীয় বায়ূ তাকে তুলে নেয়, সে চলে যায়,তা স্বস্থান থেকে তাকে দূরে নিক্ষেপ করে।
22 আল্লাহ্ তার উপরে তীর নিক্ষেপ করবেন, রহম করবেন না;সে এর হাত এড়াবার জন্য পালিয়ে যাবে।