4 নিশ্চয়ই আমার ওষ্ঠ অন্যায় বলবে না,আমার জিহ্বা প্রতারণা উচ্চারণ করবে না।
5 আমি তোমাদেরকে ধার্মিক বলি, এমন যেন না হয়;প্রাণ থাকতে আমি আমার সিদ্ধতা ত্যাগ করবো না।
6 আমার ধার্মিকতা আমি রক্ষা করবো, ছাড়ব না।আমি জীবিত থাকতে আমার মন আমাকে ধিক্কার দেবে না।
7 আমার দুশমন দুর্জনের মত হোক,যে আমার বিরুদ্ধে উঠে, সে অন্যায়কারীর সমান হোক।
8 বস্তুত আল্লাহ্বিহীন লোক ধন সঞ্চয় করলেও তার প্রত্যাশা কি?কেননা আল্লাহ্ তার প্রাণ হরণ করবেন।
9 যখন তার সঙ্কট ঘটে,আল্লাহ্ কি তার কান্না শুনবেন?
10 সে কি সর্বশক্তিমানে আমোদ করে?নিত্য কি আল্লাহ্কে আহ্বান করে?