15 নানা রকম ত্রাস আমার সম্মুখে উপস্থিত,সেসব বায়ুর মত আমার সম্ভ্রম দূর করছে;মেঘের মত আমার মঙ্গল অতীত হচ্ছে।
16 এখন আমার প্রাণ আমার মধ্যে দ্রবীভূত;দুঃখের দিনগুলো আমাকে আক্রমণ করছে।
17 রাতে আমার সমস্ত অস্থি ঝড়ে যায়,আমার সমস্ত ব্যথ্যা কখনও বিশ্রাম নেয় না।
18 (রোগের) প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়,জামার গলার মত আমাতে এঁটে থাকে।
19 (আল্লাহ্) আমাকে পঙ্কে মগ্ন করেছেন,আমি ধূলা ও ভস্মের মত হচ্ছি।
20 আমি তোমার কাছে আর্তনাদ করি,তুমি উত্তর দাও না; আমি দাঁড়িয়ে থাকি,তুমি আমার প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করছে।
21 তুমি আমার প্রতি নির্দয় হয়ে উঠছে,তোমার বাহুবল আমাকে তাড়না করছে।