3 তারা দীনতায় ও খাদ্যের অভাবে অসাড় হয়ে পড়ে,উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুকনো ভূমি চর্বণ করে;
4 তারা ঝোপের কাছে বিস্বাদু শাক তোলে,রেতম গাছের শিকড় তাদের খাদ্যদ্রব্য।
5 তারা মানব সমাজ থেকে বিতাড়িত হয়,যেমন চোরের, তেমনি লোকে তাদের পিছনে পিছনে চিৎকার করে।
6 তারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে,ধূলিময় ও পাষাণময় গর্তে বাস করে।
7 তারা ঝোপের মধ্যে থেকে হ্রেষারব করে,ঝোপ-ঝাড়ে একত্রীভূত হয়।
8 তারা মূর্খদের সন্তান, অপদার্থদের সন্তান,তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে।
9 সম্প্রতি আমি তাদের গানের বিষয় হয়েছি,বস্তুত আমি তাদেরই গল্পের বিষয়।