6 তারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে,ধূলিময় ও পাষাণময় গর্তে বাস করে।
7 তারা ঝোপের মধ্যে থেকে হ্রেষারব করে,ঝোপ-ঝাড়ে একত্রীভূত হয়।
8 তারা মূর্খদের সন্তান, অপদার্থদের সন্তান,তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে।
9 সম্প্রতি আমি তাদের গানের বিষয় হয়েছি,বস্তুত আমি তাদেরই গল্পের বিষয়।
10 তারা আমাকে ঘৃণা করে, আমা থেকে দূরে থাকে,আমার মুখে থুথু ফেলতে ভয় করে না।
11 তিনি তো তাঁর দড়ি খুলে আমাকে নত করেছেন,তারা আমার সাক্ষাতে তাদের বল্গা ফেলে দিয়েছে।
12 ওরা আমার ডান দিকে উঠে,আমাকে পালিয়ে যেতে বাধ্য করে,আমার বিরুদ্ধে বিনাশের পথ প্রস্তুত করে।