আইউব 31:12-18 BACIB

12 তা সর্বনাশ পর্যন্ত গ্রাসকারী আগুন,তা আমার ফসলের শিকড় পর্যন্ত গ্রাস করতো।

13 আমার গোলাম বা বাঁদী আমার কাছে অভিযোগ করলে,যদি তাদের বিচারে অবহেলা করে থাকি,

14 তবে আল্লাহ্‌ উঠলে আমি কি করবো?তিনি প্রশ্ন করলে তাঁকে কি জবাব দেব?

15 যিনি মাতৃগর্ভে আমাকে রচনা করেছেন,তিনিই কি ওকেও রচনা করেন নি?একই জন কি আমাদেরকে গর্ভে গঠন করেন নি?‘

16 আমি যদি দরিদ্রদেরকে তাদের অভীষ্ট বস্তু থেকেবঞ্চিত করে থাকি,যদি বিধবার নয়ন নৈরাশ্যে সজল করে থাকি,

17 যদি আমার খাদ্য একা খেয়ে থাকি,এতিম তার কিছু খেতে না পেয়ে থাকে,

18 (বস্তুত আমার বাল্যকাল থেকে সে যেমন পিতার কাছে,তেমনি আমার কাছে বেড়ে উঠত,কারণ আজন্মকাল আমি বিধবার উপকার করেছি;)