আইউব 31:33-39 BACIB

33 আমি কি অন্য মানুষের মত আমার অধর্ম ঢেকেছি?আমার অপরাধ কি বক্ষস্থলে লুকিয়েছি?

34 আমি কি মহৎ জনসমাজকে ভয় করতাম?গোষ্ঠীগুলোর তুচ্ছতায় কি উদ্বিগ্ন হতাম?আমি কি নীরব থাকতাম,দ্বারের বাইরে যেতাম না?

35 হায় হায়! কেউ কি আমার কথা শোনে না?এই দেখ, আমি যা বলছি তা সত্যি;সর্বশক্তিমান আমাকে উত্তর দিন,আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।

36 অবশ্য আমি তা কাঁধে বহন করবো,আমার পাগড়ী বলে তা বাঁধব।

37 আমার প্রতিটি পায়ের ধাপের সংখ্যা তাঁকে জানাবো,রাজপুরুষের মত তাঁর কাছে যাব।

38 আমার ভূমি যদি আমার প্রতিকূলে কান্না করে,তার চাষের সমস্ত রেখা যদি কান্নাকাটি করে,

39 আমি যদি বিনা অর্থে তার ফলভোগ করে থাকি,ভূমির অধিকারীদের প্রাণহানির কারণ হয়ে থাকি,