আইউব 32:10-16 BACIB

10 অতএব আমি বলি, আমার কথা শুনুন;আমিও আমার মতামত প্রকাশ করি।

11 দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করেছি;আপনাদের যুক্তিতর্কে কান দিয়েছি,যখন আপনারা কি বলবেন, খুঁজছিলেন।

12 আমি আপনাদের কথায় নিবিষ্টমনা ছিলাম,কিন্তু দেখুন, আপনাদের মধ্যে কেউইআইউবের দোষ ব্যক্ত করেন নি,তাঁর কথার জবাব দেন নি।

13 তবে বলবেন না, আমরা জ্ঞান পেয়েছি;ওঁকে পরাস্ত করা আল্লাহ্‌রই সাধ্য, মানুষের অসাধ্য।

14 ফলে, তিনি আমার বিরুদ্ধে কিছুই বলেন নি,আমিও আপনাদের বক্তৃতায় তাঁকে জবাব দেব না।

15 ওঁরা ক্ষুব্ধ হলেন, আর জবাব দেবেন না,ওঁদের বলবার আর কথা নেই।

16 আর কেন অপেক্ষা করবো?ওঁরা তো কিছুই বলেন না,ওঁরা নীরব হলেন, কোন জবাব দিলেন না।