আইউব 34:14-20 BACIB

14 যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন,তাঁর রূহ্‌ ও নিশ্বাস তাঁর নিজের কাছে সংগ্রহ করতেন,

15 তবে সমস্ত মানুষ একেবারে ধ্বংস হয়ে যেত,মানুষ পুনর্বার ধুলিতে ফিরে যেত।

16 যদি আপনার বিবেচনা থাকে, তবে শুনুন,আমার কথায় কান দিন।

17 যে ন্যায়বিদ্বেষী, সে কি শাসন করবে?আপনি কি ধর্মময় পরাক্রমীকে দোষী করবেন?

18 বাদশাহ্‌কে কি বলা যায়, তুমি অপদার্থ?রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট?

19 কিন্তু তিনি শাসনকর্তাদেরও মুখাপেক্ষা করেন না,দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট মনে করেন না,কেননা তারা সকলেই তাঁর হস্তকৃত বস্তু।

20 তাদের হঠাৎ মৃত্যু হয়, মধ্যরাত্রে প্রয়াত হয়,লোকগুলো বিচলিত হয়ে চলে যায়,পরাক্রমী বিনা হস্তক্ষেপে অপনীত হয়।