আইউব 34:18-24 BACIB

18 বাদশাহ্‌কে কি বলা যায়, তুমি অপদার্থ?রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট?

19 কিন্তু তিনি শাসনকর্তাদেরও মুখাপেক্ষা করেন না,দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট মনে করেন না,কেননা তারা সকলেই তাঁর হস্তকৃত বস্তু।

20 তাদের হঠাৎ মৃত্যু হয়, মধ্যরাত্রে প্রয়াত হয়,লোকগুলো বিচলিত হয়ে চলে যায়,পরাক্রমী বিনা হস্তক্ষেপে অপনীত হয়।

21 কেননা মানুষের পথে তাঁর দৃষ্টি আছে;তিনি তার প্রতিটি ধাপ দেখেন;

22 এমন অন্ধকার কি মৃত্যুচ্ছায়া নেই,যেখানে দুর্বৃত্তরা লুকাতে পারে।

23 তিনি মানুষের বিষয়ে দীর্ঘকাল চিন্তা করেন না,যখন সে আল্লাহ্‌র সম্মুখে বিচার স্থানে আসে।

24 তিনি বিনা সন্ধানে পরাক্রান্তদেরকে খণ্ড খণ্ড করেন,তাদের স্থানে অন্যদেরকে স্থাপন করেন।