আইউব 36:10-16 BACIB

10 তিনি উপদেশের প্রতি তাদের কান খুলে দেন,তাদেরকে অধর্ম থেকে ফিরতে হুকুম দেন।

11 তারা যদি কথা শোনে ও তাঁর সেবা করে,তবে সুসম্পদে নিজ নিজ আয়ু কাটাবে,সুখে নিজ নিজ সমস্ত বছর যাপন করবে।

12 কিন্তু যদি না শোনে, তবে অস্ত্র দ্বারা বিনষ্ট হবে,জ্ঞানের অভাবে প্রাণত্যাগ করবে।

13 আল্লাহ্‌বিহীন অন্তঃকরণ ক্রোধ সঞ্চয় করে,তিনি তাদেরকে বাঁধলে ত্রাহি ত্রাহি করে না।

14 তারা যৌবনকালে প্রাণত্যাগ করে,লজ্জায় তাদেরও জীবনের অবসান ঘটে।

15 তিনি দুঃখীকে আরও দুঃখ দিয়ে উদ্ধার করেন,তিনি উপদ্রবে তাদের কান খুলে দেন।

16 তিনি আপনাকেও সঙ্কটের মুখ থেকে বের করে চালাতে চান;যা সঙ্কীর্ণ নয় এমন প্রশস্ত স্থানে নিয়ে যেতে চান,আপনার টেবিল পুষ্টিকর দ্রব্যে সাজান হবে।