আইউব 36:12-18 BACIB

12 কিন্তু যদি না শোনে, তবে অস্ত্র দ্বারা বিনষ্ট হবে,জ্ঞানের অভাবে প্রাণত্যাগ করবে।

13 আল্লাহ্‌বিহীন অন্তঃকরণ ক্রোধ সঞ্চয় করে,তিনি তাদেরকে বাঁধলে ত্রাহি ত্রাহি করে না।

14 তারা যৌবনকালে প্রাণত্যাগ করে,লজ্জায় তাদেরও জীবনের অবসান ঘটে।

15 তিনি দুঃখীকে আরও দুঃখ দিয়ে উদ্ধার করেন,তিনি উপদ্রবে তাদের কান খুলে দেন।

16 তিনি আপনাকেও সঙ্কটের মুখ থেকে বের করে চালাতে চান;যা সঙ্কীর্ণ নয় এমন প্রশস্ত স্থানে নিয়ে যেতে চান,আপনার টেবিল পুষ্টিকর দ্রব্যে সাজান হবে।

17 কিন্তু আপনি দুর্জনের বিচারে পূর্ণ হয়েছেন;বিচার ও শাসন আপনাকে ধরেছে।

18 সাবধান ক্রোধ আপনাকে উপহাসের পাত্র থেকে প্রলোভিত না করুক,কাফ্‌ফারার মহত্ব আপনাকে ভ্রান্ত না করুক।