আইউব 36:7-13 BACIB

7 তিনি ধার্মিকদের থেকে চোখ ফিরিয়ে নেন না;কিন্তু সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্‌দের সঙ্গেতাদেরকে চিরকালের তরে বসান,তারা উন্নত হয়।

8 তারা যদি শিকলে বাঁধা পরে,যদি দুঃখের দড়িতে আবদ্ধ হয়;

9 তবে তিনি দেখিয়ে দেন তাদের কাজ,ও তাদের সমস্ত অধর্ম, যা সগর্বে করেছে;

10 তিনি উপদেশের প্রতি তাদের কান খুলে দেন,তাদেরকে অধর্ম থেকে ফিরতে হুকুম দেন।

11 তারা যদি কথা শোনে ও তাঁর সেবা করে,তবে সুসম্পদে নিজ নিজ আয়ু কাটাবে,সুখে নিজ নিজ সমস্ত বছর যাপন করবে।

12 কিন্তু যদি না শোনে, তবে অস্ত্র দ্বারা বিনষ্ট হবে,জ্ঞানের অভাবে প্রাণত্যাগ করবে।

13 আল্লাহ্‌বিহীন অন্তঃকরণ ক্রোধ সঞ্চয় করে,তিনি তাদেরকে বাঁধলে ত্রাহি ত্রাহি করে না।