1 পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,
2 তোমার সঙ্গে কথা বলতে চেষ্টা করলেতুমি কি কাতর হবে?কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে?
3 দেখ, তুমি অনেককে শিক্ষা দিয়েছ,তুমি দুর্বল হাত সবল করেছ।
4 তোমার কথা উচোট খাওয়া লোককে উঠিয়েছে,তুমি দুর্বল হাঁটু সবল করেছ।
5 তবু এখন দুঃখ তোমার কাছে আসলে তুমি কাতর হচ্ছো;তা তোমাকে স্পর্শ করলে তুমি হতাশ হচ্ছো।
6 তোমার আল্লাহ্ ভয় কি তোমার প্রত্যাশা নয়?তোমার পথের সিদ্ধতা কি তোমার আশাভূমি নয়?