আইউব 4:14-20 BACIB

14 এমন সময়ে আমাতে ত্রাস জন্মাল ও আমি কাঁপতে লাগলাম,এতে আমার সমস্ত অস্থি কেঁপে উঠলো।

15 পরে আমার সম্মুখ দিয়ে একটা বাতাস চলে গেল,আমার শরীর রোমাঞ্চিত হল।

16 তা দাঁড়িয়ে থাকলো,কিন্তু আমি তার আকৃতি নির্ণয় করতে পারলাম না;একটি মূর্তি আমার দৃষ্টিগোচর হল,আমি মৃদু স্বর ও এই বাণী শুনলাম;

17 “আল্লাহ্‌র সম্মুখে কোন মানুষ কি ধার্মিক হতে পারে?নিজের নির্মাতার চেয়ে মানুষ কি খাঁটি হতে পারে?

18 দেখ, তিনি নিজের গোলামদেরকেও বিশ্বাস করেন না,তাঁর ফেরেশতাদের মধ্যেও ত্রুটির দোষারোপ করেন।

19 তবে যারা মাটির গৃহে বাস করে,যাদের গৃহের ভিত্তিমূল ধূলিতে স্থাপিত,যারা কীটের মত মর্দিত হয় তারা কি?তারা প্রভাত ও সন্ধ্যাবেলার মধ্যে চূর্ণ হয়;

20 তারা চিরতরে বিনষ্ট হয়,কেউ চিন্তা করে না।