4 সে কি তোমার সঙ্গে চুক্তি করবে?তুমি কি তাকে নিয়ে চিরদিনের জন্য গোলাম করবে?
5 পাখির সঙ্গে যেমন খেলা করে,তেমনি কি তার সঙ্গে খেলা করবে?তোমার যুবতীদের জন্য কি তাকে বেঁধে রাখবে?
6 জেলের-দল কি তাকে দিয়ে ব্যবসা করবে?অংশ অংশ করে কি বণিকদেরকে দেবে?
7 তুমি কি তার চামড়া লোহার ফলা দিয়ে,তার মাথা ধীবরের টেঁটা দিয়ে বিঁধতে পার?
8 তোমার হাত তার উপরে রাখ;যুদ্ধ স্মরণ কর, আর সেরকম করো না।
9 দেখ, তাকে ধরবার প্রত্যাশা মিথ্যা;তাকে দেখামাত্র লোকে কি পড়ে যায় না?
10 তাকে জাগাবে, এমন সাহসী কেউ নেই;তবে আমার সাক্ষাতে কে দাঁড়াতে পারে?