আইউব 5:17-23 BACIB

17 দেখ, সুখী সেই ব্যক্তি, যাকে আল্লাহ্‌ অনুযোগ করেন,অতএব তুমি সর্বশক্তিমানের দেওয়া শাস্তি তুচ্ছ করো না।

18 কেননা তিনি ক্ষত করেন, আবার তিনিই বেঁধে দেন,তিনি আঘাত করেন, কিন্তু তাঁরই হাত সুস্থতা দান করে।

19 তিনি ছয় সঙ্কট থেকে তোমাকে উদ্ধার করবেন,সপ্ত সঙ্কটে কোন বিপদ তোমাকে স্পর্শ করবে না।

20 তিনি তোমাকে দুর্ভিক্ষের সময়ে মৃত্যু থেকে,যুদ্ধের সময়ে তলোয়ারের আঘাত থেকে মুক্ত করবেন।

21 জিহ্বার কশাঘাত থেকে তুমি গুপ্ত থাকবে,বিনাশ আসলে তোমার শঙ্কা হবে না।

22 বিনাশ ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে,বন্যপশুদের থেকে তোমার শঙ্কা হবে না।

23 কারণ মাঠের পাথরের সঙ্গে তোমার সন্ধি হবে,মাঠের সমস্ত পশু তোমার সঙ্গে শান্তিতে থাকবে।