18 তবু যখন সে স্বস্থান থেকে উৎপাটিত হয়,তখন সেই স্থান তাকে অস্বীকার করে বলবে,আমি তো তোমাকে দেখি নি।
19 দেখ, এই তার সুখের পথগুলো;পরে ধূলি থেকে অন্যেরা উঠবে।”
20 দেখ, আল্লাহ্ সিদ্ধকে পরিত্যাগ করেন না,আর তিনি দুর্বৃত্তদের হাত ধরে রাখেন না।
21 এখনও তিনি তোমার মুখ হাসিতে পূর্ণ করবেন,তোমার ওষ্ঠাধর হর্ষধ্বনিতে পূর্ণ করবেন।
22 তোমার বিদ্বেষীরা লজ্জিত হবে,দুষ্টদের বাসস্থান বিনষ্ট হবে।