লেবীয় 8:3-9 BACIB

3 আর জমায়েত-তাঁবুর দরজার কাছে সমস্ত মণ্ডলীকে একত্র কর।

4 তাতে মূসা মাবুদের হুকুম অনুসারে সমস্ত কাজ করলেন এবং জমায়েত-তাঁবুর দরজার কাছে সমস্ত মণ্ডলী জমায়েত হল।

5 তখন মূসা মণ্ডলীকে বললেন, মাবুদ এই কাজ করতে হুকুম করলেন।

6 পরে মূসা হারুন ও তাঁর পুত্রদেরকে কাছে এনে গোসল করালেন।

7 আর হারুনকে ইমামের পোশাক পরালেন, কোমরবন্ধনী পরালেন, তাঁর শরীরে পরিচ্ছদ ও তাঁর উপরে এফোদ দিলেন এবং এফোদের বুনানি করা পটুকাতে শরীর বেষ্টন করে তার সঙ্গে এফোদখানি আট্‌কে দিলেন।

8 আর তাঁর বুকে বুকপাটা দিলেন এবং বুকপাটায় ঊরীম ও তুম্মীম আট্‌কে দিলেন।

9 আর তাঁর মাথায় পাগড়ী দিলেন ও তাঁর কপালে পাগড়ীর উপরে সোনার পাতের পবিত্র মুকুট দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।