26 দাঁতে সির্কা আর চোখে ধূমা লাগলে যেমন কষ্ট হয়,তেমনি যারা অলসকে কোথাও পাঠায় তারা কষ্ট পায়।
27 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় আয়ু বাড়ায়,কিন্তু দুষ্টদের আয়ু কমিয়ে দেওয়া হবে।
28 ঈশ্বরভক্তদের আশায় আনন্দ আছে,কিন্তু দুষ্টদের আশায় ছাই পড়বে।
29 সদাপ্রভুর পথ সৎ লোকদের জন্য দুর্গের মত,কিন্তু যারা মন্দ কাজ করে তাদের জন্য তা সর্বনাশ।
30 ঈশ্বরভক্ত লোকেরা সব সময় অটল থাকবে,কিন্তু দুষ্ট লোকেরা দেশে বাস করতে পারবে না।
31 ঈশ্বরভক্তদের মুখ থেকে জ্ঞানের কথা বের হয়,কিন্তু যে জিভ্ বাঁকা কথা বলে তা কেটে ফেলা হবে।