4 অলসতা মানুষকে গরীব করে,কিন্তু পরিশ্রম ধন নিয়ে আসে।
5 জ্ঞানী ছেলে গরমকালে ফসল জমা করে,কিন্তু লজ্জাদায়ী ছেলে ফসল কাটবার সময় ঘুমিয়ে থাকে।
6 ঈশ্বরভক্তদের মাথায় অনেক আশীর্বাদ নেমে আসে,কিন্তু দুষ্টদের অত্যাচারী মনোভাবতাদের মুখের কথায় ঢাকা পড়ে।
7 ঈশ্বরভক্ত লোকদের স্মৃতি আশীর্বাদ আনে,কিন্তু দুষ্টদের নাম পচে যায়।
8 যার অন্তরে জ্ঞান আছে সে আদেশ মানে,কিন্তু বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে।
9 যে সততায় চলে সে নিশ্চিন্তে চলাফেরা করে,কিন্তু যে বাঁকা পথে চলে সে ধরা পড়বে।
10 যে লোক চোখ টিপে ইশারা করে সে দুঃখ দেয়;বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে।