হিতোপদেশ 11:3-9 SBCL

3 সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা,কিন্তু অবিশ্বস্ত লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।

4 যেদিন ঈশ্বরের ক্রোধ নেমে আসবেসেই দিন ধন কোন উপকারে আসবে না,কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি মৃত্যু থেকে রক্ষা করবে।

5 সৎ লোকদের ঈশ্বরভক্তি তাদের জন্য সোজা পথ তৈরী করে,কিন্তু দুষ্টদের পতন হয় তাদের দুষ্টতার দ্বারা।

6 সৎ লোকদের ঈশ্বরভক্তি তাদের রক্ষা করে,কিন্তু অবিশ্বস্ত লোকেরা নিজেদের লোভের ফাঁদে পড়ে।

7 দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়;তার শক্তির দরুন সে যে সব আশা করেছিল তা নষ্ট হয়ে যায়।

8 ঈশ্বরভক্ত লোক কষ্ট থেকে উদ্ধার পায়,কিন্তু সেই কষ্ট দুষ্ট লোকের উপরে এসে পড়ে।

9 ঈশ্বরের প্রতি যার ভক্তি নেই সে মুখ দিয়েপ্রতিবেশীর সর্বনাশ করে,কিন্তু ঈশ্বরভক্ত লোক জ্ঞান দ্বারা রক্ষা পায়।