হিতোপদেশ 12:16-22 SBCL

16 যার বিবেক অসাড় সে তার বিরক্তি প্রকাশ করে ফেলে,কিন্তু সতর্ক লোক নিজের অপমান ঢাকা দেয়।

17 সত্যবাদীর সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়,কিন্তু মিথ্যবাদীর সাক্ষ্যের ফলে ভুল বিচার হয়।

18 বেপরোয়া কথা তলোয়ারের মত আঘাত করে,কিন্তু জ্ঞানীর কথা সুস্থ করে।

19 সত্যবাদীর কথা চিরকাল স্থায়ী,কিন্তু মিথ্যাবাদীর কথা অল্পকাল স্থায়ী।

20 যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে,কিন্তু যারা মংগলের পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।

21 ঈশ্বরভক্ত লোকদের জীবনে অমংগল হয় না,কিন্তু দুষ্টদের জীবন অমংগলে পূর্ণ থাকে।

22 মিথ্যাবাদী মুখকে সদাপ্রভু ঘৃণা করেন,কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলেতাদের উপর তিনি সন্তুষ্ট হন।