হিতোপদেশ 12:6-12 SBCL

6 দুষ্ট লোকেরা রক্তপাত করবার জন্য ওৎ পেতে থাকবার কথা বলে,কিন্তু ন্যায়বানেরা রক্ষা করবার কথা বলে।

7 দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যায়, তাদের বংশ থাকে না,কিন্তু ঈশ্বরভক্ত লোকদের বংশ অটল থাকে।

8 মানুষ যেভাবে বুদ্ধি খাটায় সেই অনুসারে প্রশংসা পায়,কিন্তু কুটিলমনা লোকদের তুচ্ছ করা হয়।

9 যে লোক বড়লোকের ভান করে কিন্তু ঘরে খাবার নেই,তার চেয়ে যে বড়লোক নয় অথচ চাকর রাখে সে বরং ভাল।

10 ঈশ্বরভক্ত লোক তার পশুদের যত্ন করে,কিন্তু দুষ্টদের মমতাও নিষ্ঠুরতায় পূর্ণ।

11 যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে,কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার বুদ্ধির অভাব আছে।

12 দুষ্টেরা মন্দ লোকদের লুট করা জিনিস পেতে চায়,কিন্তু ঈশ্বরভক্ত লোকদের জীবন ফল দান করে।