হিতোপদেশ 14:1-7 SBCL

1 বুদ্ধিমতী স্ত্রীলোক তার সংসারের উন্নতি করে,কিন্তু যে স্ত্রীলোকের বিবেক অসাড়সে নিজেই তার সংসারের ভাংগন ধরায়।

2 যে সততায় চলে সে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে,কিন্তু যে বাঁকা পথে চলে সে তাঁকে তুচ্ছ করে।

3 যার বিবেক অসাড় তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়,কিন্তু জ্ঞানীরা তাদের কথার দ্বারা রক্ষা পায়।

4 গরু না থাকলে যাবপাত্র খালি থাকে,কিন্তু বলদের শক্তি দ্বারা প্রচুর ফসল পাওয়া যায়।

5 বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না,কিন্তু অবিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে।

6 যে ঠাট্টা-বিদ্রূপ করে সে জ্ঞানের খোঁজ করেও পায় না,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সহজেই জ্ঞান লাভ করে।

7 বিবেচনাহীন লোকের কাছ থেকে তুমি চলে যাও,কারণ তার মুখে তুমি জ্ঞানের কথা পাবে না।