হিতোপদেশ 14:14-20 SBCL

14 অবিশ্বস্ত লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়,কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়।

15 বোকা লোক সব কথাই বিশ্বাস করে,কিন্তু সতর্ক লোক বিচারবুদ্ধি খাটিয়ে চলে।

16 জ্ঞানী লোক মন্দকে ভয় করে তা থেকে সরে যায়,কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করেদুঃসাহসী হয়।

17 বদমেজাজী লোক বোকার মত কাজ করে,আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।

18 বোকা লোকেরা পাওনা হিসাবে পায় নির্বুদ্ধিতা,আর সতর্ক লোকেরা পুরস্কার হিসাবে পায় জ্ঞান।

19 মন্দ লোকেরা ভাল লোকদের সামনে নত হয়,আর দুষ্টেরা ঈশ্বরভক্ত লোকদের দরজার কাছে নত হয়।

20 গরীবকে তার প্রতিবেশীরা পর্যন্ত অপছন্দ করে,কিন্তু ধনীর অনেক বন্ধু থাকে।