1 নরম উত্তর রাগ দূর করে,কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে।
2 জ্ঞানী লোকদের মুখ জ্ঞান ভালভাবে ব্যবহার করে,কিন্তু বিবেচনাহীনদের মুখ থেকে বোকামিস্রোতের মত বের হয়ে আসে।
3 সদাপ্রভুর চোখ সবখানেই আছে;তা ভাল ও মন্দ লোকদের উপর নজর রাখে।
4 যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন-গাছের মত,কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।
5 অসাড়-বিবেক লোক তার বাবার শাসনকে তুচ্ছ করে,কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়।
6 ঈশ্বরভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার,কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে।