10 যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে;যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে।
11 সদাপ্রভু তো ধ্বংসস্থান, অর্থাৎ মৃতস্থান দেখতে পান;তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!
12 ঠাট্টা-বিদ্রূপ কারী সংশোধনের কথা পছন্দ করে না;সে জ্ঞানীদের কাছে যায় না।
13 অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়,কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়।
14 যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের খোঁজ করে,কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।
15 দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা,কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন ভোজের দিন।
16 অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়েসদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের সংগে অল্পও ভাল।