হিতোপদেশ 19:10-16 SBCL

10 বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়,তখন দাসের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়াআরও অনুপযুক্ত।

11 যে মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি তাকে সহজেরাগ করতে দেয় না;তার বিরুদ্ধে কেউ দোষ করলে তা না ধরা তার পক্ষে গৌরব।

12 রাজার রাগ সিংহের গর্জনের মত,কিন্তু তার দয়া যেন ঘাসের উপরে পড়া শিশির।

13 বিবেচনাহীন ছেলে তার বাবার সর্বনাশের কারণ হয়,আর ঝগড়াটে স্ত্রী টপ্‌ টপ্‌ করে ফোঁটা পড়বার মত।

14 ঘর-বাড়ী ও ধন বাবার কাছ থেকে পাওয়া যায়,কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় সদাপ্রভুর কাছ থেকে।

15 অলসতা গাঢ় ঘুম নিয়ে আসে;অলস লোক খিদেয় কষ্ট পায়।

16 যে লোক ঈশ্বরের আইন-কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে;কিন্তু যে তার জীবন-পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে।