হিতোপদেশ 19:22-28 SBCL

22 মানুষ মানুষের কাছ থেকে অটল ভালবাসা পেতে চায়;মিথ্যাবাদীর চেয়ে গরীব লোক ভাল।

23 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়;যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে,কোন বিপদ তার কাছে আসতে পারে না।

24 অলস থালায় হাত ডুবায়;সে হাতটা মুখে তুলতেও চায় না।

25 ঠাট্টা-বিদ্রূপ কারীকে মার দিলে বোকা লোক সতর্ক হবে;বুদ্ধিমানকে সংশোধন করলে সে জ্ঞান লাভ করবে।

26 যে ছেলে বাবার উপর অত্যাচার করে আর মাকে তাড়িয়ে দেয়,সে তাদের উপর লজ্জা ও অপমান ডেকে নিয়ে আসে।

27 ছেলে আমার, যদি তুমি শাসন না মানতবে তুমি জ্ঞানের শিক্ষা থেকে অন্যদিকে সরে যাবে।

28 দুষ্ট সাক্ষী ন্যায়বিচার নিয়ে ঠাট্টা করে;দুষ্টেরা অন্যায়ের মধ্যে ডুবে থাকে।