হিতোপদেশ 19:7-13 SBCL

7 গরীবকে তার আত্মীয়-স্বজনেরা সবাই যখন এড়িয়ে চলেতখন এটা নিশ্চিত যে, তার বন্ধু-বান্ধবেরাতার কাছ থেকে দূরে থাকবে;তার কাকুতি-মিনতিতে তারা কান দেবে না।

8 যে নিজেকে ভালবাসে সে বুদ্ধি লাভ করে;যে বিচারবুদ্ধি ব্যবহার করে চলে সে আশীর্বাদ পায়।

9 মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;যে সাক্ষী মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে।

10 বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়,তখন দাসের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়াআরও অনুপযুক্ত।

11 যে মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি তাকে সহজেরাগ করতে দেয় না;তার বিরুদ্ধে কেউ দোষ করলে তা না ধরা তার পক্ষে গৌরব।

12 রাজার রাগ সিংহের গর্জনের মত,কিন্তু তার দয়া যেন ঘাসের উপরে পড়া শিশির।

13 বিবেচনাহীন ছেলে তার বাবার সর্বনাশের কারণ হয়,আর ঝগড়াটে স্ত্রী টপ্‌ টপ্‌ করে ফোঁটা পড়বার মত।