1 সদাপ্রভুর হাতে রাজার অন্তর জলের স্রোতের মত;সদাপ্রভু যেখানে চান সেখানে তাকে চালান।
2 মানুষের সব পথই তার নিজের কাছে ঠিক মনে হয়,কিন্তু সদাপ্রভু তার অন্তর ওজন করে দেখেন।
3 সদাপ্রভুর কাছে পশু-উৎসর্গের চেয়েঠিক ও ন্যায় কাজ করা আরও গ্রহণযোগ্য।
4 দুষ্টদের চোখের চাহনি গর্বে ভরা এবং অন্তর অহংকারে পূর্ণ;তাদের জীবন-বাতি পাপে ভরা।
5 পরিশ্রমীর পরিকল্পনার ফলে নিশ্চয়ই প্রচুর ধনলাভ হয়,কিন্তু যে লোক পরিকল্পনা না করেতাড়াহুড়া করে কাজ করতে যায় তার নিশ্চয়ই অভাব হয়।