হিতোপদেশ 21:11-17 SBCL

11 ঠাট্টা-বিদ্রূপ কারীকে শাস্তি দিলে বোকা লোক জ্ঞান লাভ করে;জ্ঞানীকে উপদেশ দিলে সে বুদ্ধি লাভ করে।

12 ন্যায়বান ঈশ্বর দুষ্টদের পরিবারের লোকদের চোখে চোখে রাখেনআর সেই দুষ্টদের ধ্বংস করেন।

13 যে লোক গরীবদের কান্নায় কান বন্ধ করে রাখে,সে যখন নিজে কাঁদবে তখন কেউ তাতে কান দেবে না।

14 গোপনে দেওয়া দান রাগ শান্ত করে,আর লুকিয়ে রাখা ঘুষ বের করে দিলে ভয়ংকর রাগ শান্ত হয়।

15 ন্যায়বিচার ঈশ্বরভক্ত লোকদের কাছে আনন্দ,কিন্তু অন্যায়কারীদের কাছে তা সর্বনাশ।

16 যে লোক বুদ্ধির পথ ছেড়ে অন্য দিকে যায়সে মৃতদের সংগে থাকবে।

17 যে লোক আমোদ-প্রমোদ ভালবাসে সে গরীব হবে;যে লোক আংগুর-রস ও সুগন্ধি তেল ভালবাসেসে কখনও ধনী হতে পারবে না।