হিতোপদেশ 23:19-25 SBCL

19 ছেলে আমার, কথা শোন, জ্ঞানী হও,তোমার অন্তর ঠিক পথে চালাও।

20 যারা বেশী পরিমাণে আংগুর-রস খায়কিম্বা যারা পেটুক ও বেশী মাংস খায়,তুমি তাদের সংগে যোগ দিয়ো না;

21 কারণ মাতাল ও পেটুকেরা গরীব হয়ে যায়,আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।

22 তোমার বাবার কথা শোনযিনি তোমাকে জন্ম দিয়েছেন;তোমার মা বুড়ী হয়ে গেলে তাকে তুচ্ছ কোরো না।

23 যে কোন মূল্যেই হোক না কেন সত্য, জ্ঞান, শিক্ষাএবং বিচারবুদ্ধি লাভ কর;কোন কিছুর বদলে তা অন্যকে দিয়ো না।

24 ঈশ্বরভক্ত লোকের বাবা মহা আনন্দ লাভ করেন;জ্ঞানী ছেলের বাবা তাঁর ছেলের দ্বারা সুখী হন।

25 তোমার মা-বাবা যেন সুখী হন;যিনি তোমাকে প্রসব করেছেন তিনি যেন আনন্দিতা হন।