হিতোপদেশ 24:24-30 SBCL

24 যে লোক দোষীকে বলে, “তুমি নির্দোষ,”বিভিন্ন দেশের লোকেরা তার নিন্দা করে,আর বিভিন্ন জাতি তাকে অভিশাপ দেয়।

25 কিন্তু দোষীকে যারা দোষী বলে রায় দেয়তাদের উপর প্রচুর আশীর্বাদ পড়ে,আর তারা সুখী হয়।

26 ভণ্ডামিশূন্য উত্তর পাওয়া চুম্বন পাওয়ার মত।

27 তোমার ক্ষেত-খামার প্রস্তুত করে তুমি বাইরের কাজ শেষ কর,তার পরে তোমার ঘর বাঁধ।

28 কিছু না জেনে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ো না,কিম্বা মুখ দিয়ে ছলনা কোরো না।

29 এই কথা বোলো না, “সে আমার প্রতি যেমন করেছেআমিও তার প্রতি তেমন করব;সে যা করেছে তার ফল তাকে দেব।”

30 আমি অলসের ক্ষেতের পাশ দিয়ে গেলাম,বুদ্ধিহীন লোকের আংগুর ক্ষেতের পাশ দিয়ে গেলাম;