27 তোমার ক্ষেত-খামার প্রস্তুত করে তুমি বাইরের কাজ শেষ কর,তার পরে তোমার ঘর বাঁধ।
28 কিছু না জেনে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ো না,কিম্বা মুখ দিয়ে ছলনা কোরো না।
29 এই কথা বোলো না, “সে আমার প্রতি যেমন করেছেআমিও তার প্রতি তেমন করব;সে যা করেছে তার ফল তাকে দেব।”
30 আমি অলসের ক্ষেতের পাশ দিয়ে গেলাম,বুদ্ধিহীন লোকের আংগুর ক্ষেতের পাশ দিয়ে গেলাম;
31 দেখলাম সব জায়গায় কাঁটা গাছ জন্মেছে,আগাছায় মাটি ঢেকে গেছে,আর পাথরের দেয়ালও ভেংগে পড়েছে।
32 আমি যা দেখলাম তাতে মন দিলাম,তা দেখে আমি এই শিক্ষা পেলাম,
33 “‘আর একটু ঘুম, আর একটু ঘুমের ভাব,বিশ্রামের জন্য আর একটুক্ষণ হাত গুটিয়ে রাখি।’