3 জ্ঞানের সাহায্যে ঘর তৈরী করা হয়,আর বুদ্ধি দ্বারা তা স্থির রাখা হয়;
4 জ্ঞানের সাহায্যে কামরাগুলো পূর্ণ করা হয়মূল্যবান এবং সুন্দর সুন্দর জিনিস দিয়ে।
5 জ্ঞানী লোকের মহা ক্ষমতা আছে,আর বুদ্ধিমান লোক নিজের শক্তি বাড়ায়।
6 যুদ্ধ করতে গেলে তুমি উপযুক্ত পরামর্শ নেবেই,আর অনেক পরামর্শদাতা থাকলে জয়লাভ করা যায়।
7 জ্ঞান অসাড়-বিবেক লোকের নাগালের বাইরে;শহর-ফটকের সভাতে তার কিছু বলবার যোগ্যতা থাকে না।
8 যে কেউ মন্দের পরিকল্পনা করেলোকে তাকে ষড়যন্ত্রকারী বলে জানে।
9 অসাড়-বিবেক লোকের ষড়যন্ত্র হল পাপ;লোকে ঠাট্টা-বিদ্রূপ কারীকে ঘৃণা করে।