1 গ্রীষমকালে তুষার কিম্বা ফসল কাটবার সময় বৃষ্টিযেমন উপযুক্ত নয়,তেমনি বিবেচনাহীন লোকের পক্ষে সম্মানও উপযুক্ত নয়।
2 চড়াই কিম্বা খঞ্জন পাখী যেমন এদিক ওদিক উড়ে বেড়ায়,তেমনি অকারণে দেওয়া অভিশাপও নেমে আসে না।
3 ঘোড়ার জন্য চাবুক, গাধার গলার জন্য লাগাম,আর বিবেচনাহীনদের পিঠের জন্য লাঠি।
4 প্রয়োজন বোধে বিবেচনাহীনকে তার বোকামি অনুসারেউত্তর দিয়ো না,উত্তর দিলে তুমিও তার মত হয়ে যাবে।
5 প্রয়োজন বোধে বিবেচনাহীনের বোকামি অনুসারে উত্তর দিয়ো,তা না হলে সে তার নিজের চোখে নিজেকে জ্ঞানী মনে করবে।