হিতোপদেশ 26:16-22 SBCL

16 যারা চিন্তা-ভাবনা করে উত্তর দেয় তেমন সাতজন লোকের চেয়েঅলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।

17 পথে যেতে যেতে যে লোকঅন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়,সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।

18 যে পাগল জ্বলন্ত কাঠ বা তীর ছোঁড়েযার ফলে মৃত্যু হতে পারে সেই পাগল যেমন,

19 তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করেআর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”

20 আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়;নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।

21 জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলেআর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়,তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্যঝগড়াটে লোক।

22 নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত;মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।