হিতোপদেশ 26:3-9 SBCL

3 ঘোড়ার জন্য চাবুক, গাধার গলার জন্য লাগাম,আর বিবেচনাহীনদের পিঠের জন্য লাঠি।

4 প্রয়োজন বোধে বিবেচনাহীনকে তার বোকামি অনুসারেউত্তর দিয়ো না,উত্তর দিলে তুমিও তার মত হয়ে যাবে।

5 প্রয়োজন বোধে বিবেচনাহীনের বোকামি অনুসারে উত্তর দিয়ো,তা না হলে সে তার নিজের চোখে নিজেকে জ্ঞানী মনে করবে।

6 যে লোক বিবেচনাহীনের হাতে খবর পাঠায়সে যেন নিজের পা কেটে ফেলে এবং বিপদ ডেকে আনে।

7 খোঁড়া লোকের ঝুলতে থাকা পা যেমন অকেজো,বিবেচনাহীনের মুখে সৎ উপদেশও তেমনি।

8 যে লোক গুল্‌তিতে পাথর বেঁধে রাখেসে এমন লোকের মত যে বিবেচনাহীনকে সম্মান করে।

9 মাতালের হাতে ফুটে যাওয়া কাঁটা যেমন,তেমনি বিবেচনাহীনের মুখে সৎ উপদেশ।