হিতোপদেশ 28:11-17 SBCL

11 ধনী লোক তার নিজের চোখে জ্ঞানী,কিন্তু যে গরীব লোকের বিচারবুদ্ধি আছেসে সেই ধনী লোকের আসল অবস্থা বুঝতে পারে।

12 ঈশ্বরভক্ত লোকদের হাতে ক্ষমতা গেলে সকলের মংগল হয়,কিন্তু দুষ্টদের হাতে ক্ষমতা গেলেলোকদের খুঁজে পাওয়া যায় না।

13 যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না,কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পায়।

14 যে লোক অন্যায় করতে সব সময় ভয় করে সে ধন্য,কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতেভয় করে না সে বিপদে পড়ে।

15 গর্জনকারী সিংহ আর আক্রমণকারী ভাল্লুক যেমন,তেমনি সেই দুষ্ট লোক যে অসহায় লোকদের শাসনকর্তা হয়।

16 যে শাসনকর্তার বিচারবুদ্ধি নেই সে ভীষণ অত্যাচার করে;যে শাসনকর্তা লোভ ঘৃণা করে সে অনেক দিন বেঁচে থাকে।

17 যে লোক খুন করে দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছেমৃত্যু না হওয়া পর্যন্ত সে পালিয়ে বেড়ায়;কেউ তাকে সাহায্য না করুক।