হিতোপদেশ 28:17-23 SBCL

17 যে লোক খুন করে দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছেমৃত্যু না হওয়া পর্যন্ত সে পালিয়ে বেড়ায়;কেউ তাকে সাহায্য না করুক।

18 যার চলাফেরা নির্দোষ সে নিরাপদে থাকে,কিন্তু যে লোক বাঁকা পথে চলে সে হঠাৎ পড়ে যাবে।

19 যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে,কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার খুব অভাব হয়।

20 বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পায়,কিন্তু যে ধনী হবার জন্য আকুল হয় সে শাস্তি পাবেই পাবে।

21 বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়;যে তা করে সে এক টুকরা রুটির জন্যও অন্যায় করতে পারে।

22 যে লোক লোভী সে ধনী হবার জন্য ব্যস্ত হয়,কিন্তু সে জানে না অভাব তার জন্য অপেক্ষা করে আছে।

23 যে লোক খোসামুদে কথা বলেতার চেয়ে যে সংশোধনের কথা বলেসে শেষে বেশী সম্মান পায়।