21 ছেলেবেলা থেকে যদি কোন দাসকে আশ্কারা দেওয়া হয়,শেষে তাকে দমন করা যায় না।
22 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,আর বদমেজাজী লোক অনেক পাপ করে।
23 অহংকার মানুষকে নীচে নামায়,কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়।
24 যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু;তাকে শপথনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না।
25 মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়,কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে নিরাপদে থাকে।
26 বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়,কিন্তু সদাপ্রভুর কাছ থেকে মানুষ ন্যায়বিচার পায়।
27 ঈশ্বরভক্ত লোকেরা অন্যায়কারীকে ঘৃণার চোখে দেখে,আর যে লোক সোজা পথে চলে দুষ্টেরা তাকে ঘৃণা করে।