18 যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন গাছের মত;যারা তাকে আঁকড়ে ধরে তারা আশীর্বাদ পায়।
19 সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন,বিচারবুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন।
20 তিনি জ্ঞান দিয়ে মাটির নীচের জল বের করে এনেছেন,আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ে।
21 ছেলে আমার, তুমি উপস্থিত বুদ্ধি ও বিচারবুদ্ধি রক্ষা কোরো,তাতে মনোযোগ দিয়ো।
22 তোমার জন্য তা হবে জীবন,তোমার গলার জন্য তা হবে সুন্দর হারের মত।
23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলতে পারবে,তোমার পায়ে উছোট লাগবে না।
24 শোবার সময় তুমি ভয় পাবে না,আর তোমার ঘুম হবে সুখের।